লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বিধবাভাতার কার্ড পেল বজ্রপাতে নিহত জেলে জয়দেব এর স্ত্রী সুমিত্রা। বুধবার(২৫ সেপ্টেম্বর) উপজেলার বেতুয়া পলিশা গ্রামের সুমিত্রাকে উপজেলা সমাজসেবা অফিস বিধবাভাতার কার্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ মাধ্যমে এ ভাতার বইটি জেলে জয়দেব এর স্ত্রী সুমিত্রার হাতে তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহীদুজ্জামান মাহমুদ । উল্লেখ্য নিহত জয়দেব যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন।