লোকাল নিউজ ডেস্ক :‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-প্রতিপাদ্য নিয়ে বুধবার টাঙ্গাইলের ভূঞাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত মশক নিধন র্যালিটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এতে অংশ গ্রহন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মহি উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,থানা অফিসার ইন চার্জ মো. রাশিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.জহুরুর ইসলাম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।