ভূঞাপুরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী।(৫ মে)রোববার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিভা ছাত্র সংগঠন ও ভূঞাপুর থানার যৌথ আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক সাইদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম।অনুষ্ঠানে আলোচকরা বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন।আলোচনা শেষে শিক্ষার্থীরা শপথের মাধ্যমে এসব বিষয়ের বিরোধিতা করে লাল কার্ড দেখায়। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক,অভিভাবক ও অতিথিরা।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *