লোকাল নিউজ ডেস্ক ঃ “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকশই উন্নয়ন নিশ্চিত করি”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূঞাপুরে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর।বক্তব্য রাখেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ।
এটাও চেক করতে পারেন
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলায় হিটস্ট্রোকে ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলতে নেমে হিটস্ট্রোকে মাঠেই রিয়া আক্তার (১০) নামের …