ভূঞাপুরে ২ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ১৮ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ ।সোমবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মর্তুজ আলীর ছেলে হাসিবুল ইসলাম ওরফে মিন্টু (৩৫) ও জিগাতলা গ্রামের নুর হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২৩)। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশের একটি দল গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ভাঙ্গারপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিচ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে মিন্টু ও ইসমাইল হোসেনকে আটক করে। মিন্টুর বিরুদ্ধে ৯ টি ও ইসমাইলের বিরুদ্ধে ২ টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।বিকেলে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.