নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ ৫০ জন দু:স্থ ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে ছিল কৃষক প্রতি ১ বিঘা জমিতে বপণের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো.আসলাম হোসাইন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জিয়াউর রহমান।
