ভূঞাপুর গাবসারা সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও দোয়া মাহফিল

লোকাল নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলে রেহাই গাবসারা সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপসা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সোহরাব আলী। শিক্ষা উপকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবসারা ইউপি সচিব বিমল কান্তি দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্চয় কুমার সরকার, ্বিদ্যালয় পরিচলনা পরিষদের সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। এবছর সমাপনি পরীক্ষায় ৩৪ জন ছাত্র-ছাত্রী অংশ নিবে বলে জানা যায়। দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে একটি ক্লিববোর্ড, কলম, স্কেল ও একটি করে জ্যামিতি বক্স দেওয়া হয়।

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ক্লাশ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গািইলের ভূঞাপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের একাদশ ও স্মাতক ডিগ্রি (১ম বর্ষের) …