ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ৩দিনের কর্ম বিরতী ঘোষনা

আঃ রশিদ তালুকদার ঃ  ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে ক্লাশে ঢুকে মারধর করার প্রতিবাদে ৩ দিনের কর্ম বিরতী পালনের ঘোষনা দিয়েছে অত্র কলেজের সাধারণ শিক্ষকগণ। এ ছাড়া কলেজে অবস্থান ধর্মঘট ও মঙ্গলবার ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবে বলে জানায়। গত রবিবার অত্র কলেজের সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদের দ্বিতীয় বর্ষের ছাত্রী কানিজ ফাতেমা জুই দীর্ঘ দিন ক্লাশে না এসে ঐ দিন ইংরেজী ক্লাশে ২০ মিনিট পরে প্রবেশ করে শিক্ষক কারণ জিজ্ঞাসা করলে কোন কথা না বলে বেরিয়ে গিয়ে তার বাবা কে বললে সে ও প্রদর্শক জাহিদুল ইসলাম রিপনসহ ২ জন বহিরাগত ক্ষিপ্ত লাঠি নিয়ে ক্লাশে ঢুকে ছাত্রীদের সামনে শিক্ষক রফিকুল ইসলামের উপর হামলা করে শারীরিক ভাবে প্রহার করে মারাতœক আহত করে। এব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান জানান শিক্ষকগণের প্রতিবাদ কর্মসুচীর আমার পুর্ণ সমর্থন আছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। দ্বিতীয় বর্ষের ছাত্রী লিজা, ইসরাত জাহান জানায় অপরাধী সামাদকে কলেজ থেকে বহিস্কার না করা পর্যন্ত আমরা ক্লাশে ফিরে যাব না। এ ঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে, পুলিশ প্রাথমিক ভাবে তদন্ত করেছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *