সাংবাদিক নাদিম হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, কোষাধ্যক্ষ মো: কামাল হোসেন, সাংবাদিক আল আমিন শোভন,প্রমূখ।মানববন্ধনে বক্তরা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত ,বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। পরে স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।গোলাম রব্বানী নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *