ভূঞাপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
লোকাল নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন টাঙ্গাইলের ভূঞাপুর ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো: শরিফ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।অর্জুনা ইউিপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা,গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির,নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার প্রমূখ।উদ্বোধনী খেলায় অংশ নেয় অর্জুনা বনাম গাবসারা ইউনিয়ন।তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ন এ খেলায় অর্জুনা ইউনিয়ন ২-১ গোলে গাবসারা ইউনিয়নকে পরাজিত করে।অর্জুনা একাদশের পক্ষের ইলিয়াস সেরা খেলোয়ার নির্বাচিত হয়।
আপনার মতামত লিখুন