ঘাটাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যা

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে শনিবার (২১ জুলাই) বিকালে আইনজীবী ফরহাদ আলীকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক (৩৫)।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্য ফরহাদ আলী ছুটির দিন থাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বসত ঘরে খাবার সময় তার চাচাত ভাই মাদকাসক্ত শফিকুল ইসলাম শফিক হঠাৎ চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকারী নিজেই স্থানীয় সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে আত্মসমর্পন করেন।

এ বিষয়ে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত আলী সিকদার জানান, হত্যাকারী শফিক মাদকাসক্ত। তিনি অ্যাডভোকেট ফরহাদের পরিবারেই লালিত-পালিত। তাদের মধ্যে পারিবারিক কোন শত্রুতা আছে কিনা তা তার জানা নেই।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকসুদুল আলম জানান, এলোপাতাড়ি কোপানোর কারণে স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আটক শফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনজীবী ফরহাদ আলী হত্যায় এলাকার অনেকই দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে লোকেরপাড়া …

Leave a Reply

Your email address will not be published.