ঘাটাইলে নানা আয়োজনে আনন্দ টিভির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন
আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইলে নানা আয়োজনে অনাড়ম্বরভাবে হৃদয়ের কথা বলে এই স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ মার্চ) সকালে ঘাটাইল প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ’মি) মোছা.নূর নাহার বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.এনামুল হক জিবিজি সরকারি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস,যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজাহারুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আব্দুল মান্নান,সমাজ সেবা কর্মকর্তা মোসা.সানজিদা সুলতানা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা,সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, সহ সভাপতি খান ফজলুর রহমান , যুগ্ন সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুর লতিফ, দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান, টাঙ্গাইল সময়ের প্রতিনিধি সবুজ সরকার এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ।আলোচনা সভা শেষে কেক কেটে আনন্দ টিভির নিরন্তর শুভকামনা করা হয়।
আপনার মতামত লিখুন