ঘাটাইলে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আ: রশিদ তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার পশ্চিমপার্শ্বে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো: হানিফের নেতৃত্বে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।
উপ পুলিশ পরিদর্শক (এসআই) হানিফ জানান, গত ১৪ জুন রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার কন্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী নায়েব আলী (৫১) ও ঘাটাইল মধ্যপাড়া গ্রামের জাফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী জুয়েল (২৫) এ দুই মাদক ব্যবসায়ীর নিকট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । এ ব্যাপারে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাদক ব্যবসায়ী নায়েব আলী ও জুয়েল কে টাঙ্গাইল আদালতে চালান করা হয়েছে। উদ্ধার অভিযানে এস আই মো: হানিফের নেতৃত্বে উপস্থিত ছিলেন এস আই মো: আব্দুল মান্নান, এস আই জহির, এএসআই হুমায়ুনসহ ঘাটাইল থানা পুলিশ দল। ১০০ পিস ইয়াবা উদ্ধারকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, সহ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইব্রাহীম ভূইয়াসহ কমিটির সদস্যবৃন্দ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ঘাটাইলের মনোহরা বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের মনোহড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব …

Leave a Reply

Your email address will not be published.