চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া এন্ট্রিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে ভূঞাপুরে ঔষধ প্রশাসনের মতবিনিময় সভা
লোকাল নিউজ ডেস্ক : ভূঞাপুর ঔষধ প্রশাসন টাঙ্গাইলের উদ্যোগে কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি ভূঞাপুর শাখার সহযোগিতায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্ট্রার্ড ও রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ সেমপ্টেম্বর) উপজেলা অডিটরিয়ামে ভূঞাপুর কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্তাবধায়ক ডাঃ মোছাঃ নার্গীস আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পবিরাব পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহী উদ্দিন আহমেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি সাজেদুজ্জামান খান হান্নান, সম্পাদক মো. শাহ আলম মন্ডলসহ উপজেলার ঔষধ বিক্রেতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোছাঃ নার্গীস আক্তার বলেন“নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় দন্ডনীয় অপরাধ। রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন এন্ট্রিবায়োটিক ঔষধ বিক্রয় করা যাবে না।”
আপনার মতামত লিখুন