ধনবাড়ী সড়কে বিনিময় পরিবহন খাদে আহত -৩৫
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মধুপুর সড়কের ধনবাড়ী উপজেলার সমতকুড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-১২১২) বাসটি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ধনবাড়ী হতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিনিময় পরিবহনের বাস উপজেলার সমতকুড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এছাড়া সম্প্রতি বিনিময় পরিবহনের আরেকটি বাস চেরাভাঙা ব্রিজের দক্ষিণ পাশে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়।
আপনার মতামত লিখুন