নিখোঁজের ৪২ ঘণ্টা পর পৌলি নদীথেকে শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভাবনা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার এলেঙ্গার পৌলি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ভাবনা উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, বুধবার সকালে এলেঙ্গার পৌলি নদীতে স্থানীয় জেলের মাছ ধরতে জাল ফেলে। পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহ দেখে তারা শিশুটির পরিবারকে খবর দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য, সোমবার ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে স্থানীয় একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলি নদীতে খেয়া নৌকা থেকে পড়ে শিশু ভাবনা নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারকাজ পরিচালনা করে। পরে তারা শিশুটির সন্ধান না পেয়ে ওই দিন রাতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণাকরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর বুধবার ভাবনার লাশ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন