বঙ্গবন্ধু সেতুতে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর পিকআপ ও ট্রাক সংঘর্ষে পিকআপ চালক ও মালিক মো. বাপ্পি হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে মো. রফিকুল ইসলাম (৩৫) নামের পিকআপ হেলপার। নিহত বাপ্পি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার মৃত ইয়াসিন আলী ছেলে এবং আহত রফিকের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৭ নং পিলারের উপর এ সংঘর্ষের ঘটনা ঘটে|
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. হারুন অর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও পিকআপ উত্তরবঙ্গ থেকে মাল নিয়ে ঢাকা যাওয়ারর পথে বঙ্গবন্ধু সেতুর উপর ৪৭ নং পিলারে পৌঁছালে পিকআপ চালক তার সামনে থাকা ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে বাপ্পি নামের ওই চালক নিহত হয় ও তার সাথে ওই হেলপার গুরুত্বর আহত হয়।
পরে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সেতু পূর্ব থানায় আনা হয় এবং আহত হওয়া রফিককে চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন