নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃতি সন্তান, সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির(বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার(১৭ মে) সন্ধ্যা ৭ ঘটিকায় ভূঞাপুরের রেহাই গাবসারা সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণ সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূঞাপুর-গোপালপুর, টাঙ্গাইল-২ আসনের এমপি পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ভূঞাপুর পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সাহিনুল ইসলাম তরফদার বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, খায়রুল ইসলাম তালুকদার বাবলু, সদস্য, জেলা পরিষদ, টাঙ্গাইল ও সাধারণ সম্পাদক, ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগ, মোঃ আব্দুল বাছিদ মন্ডল, সভাপতি, ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগ, আলিফ নূর মিনি, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ও সভাপতি, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ আমিনুল ইসলাম আমিন, সাবেক চেয়ারম্যান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ, বাবু সরণ দত্ত, সহসভাপতি- উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সভাপতি, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আইয়ুব আলী মোল্লা,সভাপতি, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ শফিকুল ইসলাম তালুকদার বাদল, সভাপতি অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ফলদা ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা ইমরান চকদার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।