লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচীর মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার উপজেলা মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।এছাড়া বিকেল সাড়ে ৫ টায় শহীদ মুক্তিযোদ্ধা আঃ কদ্দুসের কবরে পুষ্পস্তবক অর্পণ ও সন্ধ্যা সাড়ে ৬ টায় ছাব্বিশা শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মজিদ মিঞা,পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার প্রমুখ।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …