লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে-জামালপুর রেললাইনের ট্রেনে কাটা পড়ে ধনঞ্জয় হালদার ওরফে ঝনু (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর)দুপুরে নিকলা মহব্বত এলাকার অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ধনঞ্জয় হালদার উপজেলার অলোয়া ইউপির চরনিকলা গ্রামের বাসিন্দা।

অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ জানান, ঝনু হালদার নিকলা মহব্বত এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যায়।