মামুন সরকার,ভূঞাপুর প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধি নিখোঁজ রিপনের (৩৫) সন্ধান মেলেনি ৭ দিনেও । তার পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে সে বাড়ি থেকে বেড় হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আসেপাশের সম্ভাব্য সব এলকায় খোঁজখবর করেও রিপনের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় মাইকিং করা হয়েছে। তাহার গায়ের রঙ শ্যামলা, মুখম-ল লম্বাকার, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। সে সময় তার পরনে লুঙ্গি ও এক পায়ে লোহার শিকল বাঁধা ছিল।
বুদ্ধিপ্রতিবন্ধি রিপনের স্থায়ী ঠিকানাঃ গ্রাম- জিগাতলা, ডাকঘর- গোবিন্দাসী, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল। তার বাবার নাম মো. আজহারুল ইসলাম। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধার পান তাহলে এই মোবাইল নম্বরে (০১৭২১৬৯৬৫৭২) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।