ভূঞাপুরে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ,
টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার সার পলশিয়া এলাকার বঙ্গবন্ধু সেতুপূর্ব ৩৩ নং পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত রেজিয়া বেওয়া সার পলশিয়া গ্রামের মৃত জেহাদ আলীর স্ত্রী|
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সার পলশিয়া গ্রামের রেজিয়া বেওয়া পাশর্বর্তী আত্মীয় সাইফুলের বাড়ি যাওয়ার কথা বলে রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে সেখান থেকে ওইদিন রাতেই পুনরায় সে বাড়ির দিকে চলে আসে বলে জানায় সাইফুল। পরে ওই মহিলা বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করতে থাকে। সোমবার সকালে সার পলশিয়া এলাকার বঙ্গবন্ধু সেতুপূর্ব ৩৩নং পুকুরে ওই মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে ওই মহিলা মানসিক রোগী বলে তার পরিবার জানিয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন