মো: নাসির উদ্দিন ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ঘাটান্দিতে আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ‘সততা স্টোর’ উদ্বোধনে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম অ্যাডভোকেট, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম মিঞা, ঘাটান্দি ওয়ার্ডের জাহিদ কমিশনার প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রহমান, আব্দুল লতিফ তালুকদার ও ফরমান শেখ প্রমুখসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
