ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

 

লোকাল নিউজ ডেস্ক : ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ।এতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে।পরে একই স্থানে অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন কুচকাওয়াজ,শারীরিক কসরত প্রদর্শন ও ডিসপ্লে।সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন আব্দুল হালিম এ্যাডভোকেট।বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানু,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন নান্নু,আব্দুল আজিজ ও এম এ মজিদ মিঞা,আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন। বিকেলে প্রীতি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

কালিহাতিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আহত-২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৩০) নামে এক চালক নিহত …

Leave a Reply

Your email address will not be published.