স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১২ টার দিকে ১৮ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ৪৮৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হক তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,থানা অফিসার ইনচার্জ এ.কে.এম কাউসার চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম এ মজিদ মিঞা,নুরুল আমিন নান্নু ও আব্দুল আজিজ।এসময় উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ১৮ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ৫০০ টাকা করে এবং ৪৮৩ বীরমুক্তিযোদ্ধাকে ২৫০ টাকা করে সম্মানি প্রদান করা হয়। এছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …