ভূঞাপুরে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ
অভিজিৎ ঘোষ : টাঙ্গাইলের ভূঞাপুরে সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় জমির মালিক ৭ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনের নামে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে ভূঞাপুর পৌরসভার পাটনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভূঞাপুর পৌরসভার অধীন পাটনীপাড়া এলাকায় মোখলেছুর রহমানের কাছ থেকে নিরাঞ্জন ঘোষ নিরু ৭শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ওই জমিতে পূর্বে নির্মাণ হওয়া প্রাচীরের উপরে ইট দ্বারা আরেকটু উচু করা হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয় প্রভাবশালীরা সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়। এসময় জমির মালিক বাঁধা দিতে গেলে প্রভাবশালীরা প্রাণনাশের হুমকি দিয়ে প্রাচীর ভেঙে চলে যায়। পরে এঘটনায় ৭জনকে আসামী করে অজ্ঞাত কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, সীমানা প্রাচীর ভাঙার বিষয়ে জমির মালিক থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন