লোকাল নিউজ ডেস্ক

:টাঙ্গাইলের ভূঞাপুরে পেশাদার চার জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো উপজেলার বাগবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওমর ফারুক(৩৬),একই গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে হাসান আলী(৪০) ও মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল হাই(৩৫) , জিগাতলা গ্রামের মৃত-খাজা আহম্মেদের ছেলে মো. নজরুল ইসলাম(৪৫)।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম জানান, উপজেলার বাগবাড়ি গ্রামের পেশাদার জুয়াড়ী আজাদের বাড়ির পিছনে খোলা জায়গায় জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল।এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ এক হাজার টাকা পাঁচশত টাকা জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়া রুবেল মিঞা(৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।সে পৌর এলাকার বীরহাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।