আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) মোসা.নুর নাহার বেগম,ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো.মাকছুদুল আলম,বিশিষ্ট লেখক ও সাংবাদিক জুলফিকার হায়দার,অধ্যক্ষ শামছুল আলম মনি,ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান,সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা শেষে একুশে ফেব্রুয়ারী উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এটাও চেক করতে পারেন
ঘাটাইল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী …