খুঁজুন
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা চাকরির পরীক্ষায় আসে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০১৯, ২:১০ অপরাহ্ণ
গুরুত্বপূর্ণ  প্রশ্নোত্তর যা চাকরির পরীক্ষায় আসে

১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আμমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. ঠঝঅঞ প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার হেফজ সমাপ্তকারি ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভূঞাপু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: হাফিজুর রহমান শাহিন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বাদ আসর হইতে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এ এস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান। উদ্ভোধক ছিলেন অবসর প্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার ভাষা।প্রধান ওয়াজিনে কেরাম শায়খ মো: কাউসার মাহমুদ নওগাঁ। শায়খ মাওলানা আহসান হাবিব যাত্রাবাড়ী, শায়খ হাফেজ মাওলানা খাইরুল ইসলাম খতিব লোকেরপাড়া কেন্দ্রীয় জামেমসজিদ।

টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
   
টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮আগষ্ট) সকাল সারে বার টায় শহরের পৌর উদ্দ্যানে টাংগাইল জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক   বেনেজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমূখ। এছাড়া জেলার সকল উপজেলা থেকে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ঘাটাইলের লোকেরপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে
সোমবার(১৬ডিসেম্বর)দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব ও সংগঠন।

এরা হলো “স্টুডেন্ট ক্লাব” পূর্ব লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসা মাঠ,এর নেতৃত্ব দেন লোকেরপাড়া বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো, খন্দকার হাফিজুর রহমান আরিফ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:বাদশা তালুকদার এতে উদ্ভোধক হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণ করেন ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো: মাজহারুল ইসলাম,উত্তর লোকেরপাড়া”প্রভাতী ক্রীড়া সংঘ”মুক্ত মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো:মিজানুর রহমান আলম ও ছাত্রদল নেতা ছাব্বির হোসেন,দক্ষিণ লোকেরপাড়া যুব সমাজের উদ্যোগে মন্ডল মোড়ে বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:শরিফুল ইসলাম মন্ডল ও লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:আব্বাস আলী মন্ডল,মধ্য লোকেরপাড়া বিজয় দিবস উদযাপনে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে “সোনার তরি যুব সংঘ” এতে নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মো: শহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা আনিসুর রহমান,পশ্চিম লোকেরপাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে “ছাত্র ও যুব সমাজ”পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা মো:রাসেল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন,লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: লুতফর রহমান তালুকদার,মন্ডল গ্রূুপের এ্যাডমিন অফিসার মো: কাউসার আহম্মেদ কায়েস,লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শাহাদাত হোসেন,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: কবির হোসেন আকন্দ,যুব বিষয়ক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান আরিফ,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরহাদ হোসেন,ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:আসাদুল ইসলাম আসাদ প্রমূখ।অনুষ্ঠানে বক্তরা বলেন দীর্ঘ ১৬ বছর পর প্রাণ খুলে কথা বলতে পারছি এটা ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পলায়ন না করলে সম্ভব হতোনা।ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরা এখনো আছে এদের থেকে হুুশিয়ার থাকতে হবে।বক্তরা আরো বলেন আমাদের এখন জনগনের সাথে নির্বাচনী আচরন করতে হবে।সামনে জাতীয় নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের জন্য আগাম ভোট ও দোয়া প্রার্থনা করেন।