ঘাটাইলের লোকেরপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে
সোমবার(১৬ডিসেম্বর)দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব ও সংগঠন।
এরা হলো “স্টুডেন্ট ক্লাব” পূর্ব লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসা মাঠ,এর নেতৃত্ব দেন লোকেরপাড়া বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো, খন্দকার হাফিজুর রহমান আরিফ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:বাদশা তালুকদার এতে উদ্ভোধক হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণ করেন ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো: মাজহারুল ইসলাম,উত্তর লোকেরপাড়া”প্রভাতী ক্রীড়া সংঘ”মুক্ত মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো:মিজানুর রহমান আলম ও ছাত্রদল নেতা ছাব্বির হোসেন,দক্ষিণ লোকেরপাড়া যুব সমাজের উদ্যোগে মন্ডল মোড়ে বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:শরিফুল ইসলাম মন্ডল ও লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:আব্বাস আলী মন্ডল,মধ্য লোকেরপাড়া বিজয় দিবস উদযাপনে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে “সোনার তরি যুব সংঘ” এতে নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মো: শহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা আনিসুর রহমান,পশ্চিম লোকেরপাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে “ছাত্র ও যুব সমাজ”পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা মো:রাসেল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন,লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: লুতফর রহমান তালুকদার,মন্ডল গ্রূুপের এ্যাডমিন অফিসার মো: কাউসার আহম্মেদ কায়েস,লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শাহাদাত হোসেন,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: কবির হোসেন আকন্দ,যুব বিষয়ক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান আরিফ,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরহাদ হোসেন,ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:আসাদুল ইসলাম আসাদ প্রমূখ।অনুষ্ঠানে বক্তরা বলেন দীর্ঘ ১৬ বছর পর প্রাণ খুলে কথা বলতে পারছি এটা ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পলায়ন না করলে সম্ভব হতোনা।ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরা এখনো আছে এদের থেকে হুুশিয়ার থাকতে হবে।বক্তরা আরো বলেন আমাদের এখন জনগনের সাথে নির্বাচনী আচরন করতে হবে।সামনে জাতীয় নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের জন্য আগাম ভোট ও দোয়া প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন