খুঁজুন
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৩ অপরাহ্ণ
ভূঞাপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত


নিজস্ব প্রতিবেদক: : টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির সংবর্ধিত হয়েছেন। গতকাল রবিবার ভূঞাপুর ফাযিল মাদরাসার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। মাদরাসা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ ভোলা মিঞা,অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা ও ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুছ ছোবহান। এসময় আলিম ১মবর্ষের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ করা হয়। সংবর্ধিত সংসদ সদস্য তার বক্তব্যে বলেন,সাধারন শিক্ষার পাশাপাশি সরকার মাদ্রাসা শিক্ষাকেও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছেন। তিনি মাদরাসাটিতে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন।