খুঁজুন
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতীতে ২ জনকে কারাদন্ড শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৫:০৪ অপরাহ্ণ
কালিহাতীতে ২ জনকে কারাদন্ড  শিক্ষকসহ ১৯ পরীক্ষার্থী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে চলমান জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ২ জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও এক মাদ্রাসা শিক্ষকসহ ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

প্রতিকী ছবি

কারাদন্ড প্রাপ্তরা হলো- ঘাটাইল উপজেলার শোলাকিপাড়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শামীম রেজা(২৬) ও একই উপজেলার ভদ্রবাড়ী গ্রামের আহাম্মেদ মিয়ার ছেলে ফনি মিয়া(৬৫) এবং বহিস্কৃতরা হলো-তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট কেন্দ্রে দায়িত্বে থাকা নিকলা-দরিপাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক শওকত আলমসহ একই কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী ও গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন এবং কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২জন অভিভাবককে ৩ মাসের কারাদন্ড ও তালেমন-হযরত আলী মৎস প্রযুক্তি ইন্সটিটিউট পরীক্ষা কেন্দ্রে নকল চলার দায়ে দায়িত্বে থাকা এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জন পরীক্ষার্থী, গোহালিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩ জনসহ মোট ১৯ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছেFacebook45Twitter

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার হেফজ সমাপ্তকারি ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভূঞাপু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: হাফিজুর রহমান শাহিন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বাদ আসর হইতে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এ এস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান। উদ্ভোধক ছিলেন অবসর প্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার ভাষা।প্রধান ওয়াজিনে কেরাম শায়খ মো: কাউসার মাহমুদ নওগাঁ। শায়খ মাওলানা আহসান হাবিব যাত্রাবাড়ী, শায়খ হাফেজ মাওলানা খাইরুল ইসলাম খতিব লোকেরপাড়া কেন্দ্রীয় জামেমসজিদ।

টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
   
টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮আগষ্ট) সকাল সারে বার টায় শহরের পৌর উদ্দ্যানে টাংগাইল জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক   বেনেজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমূখ। এছাড়া জেলার সকল উপজেলা থেকে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ঘাটাইলের লোকেরপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে
সোমবার(১৬ডিসেম্বর)দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব ও সংগঠন।

এরা হলো “স্টুডেন্ট ক্লাব” পূর্ব লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসা মাঠ,এর নেতৃত্ব দেন লোকেরপাড়া বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো, খন্দকার হাফিজুর রহমান আরিফ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:বাদশা তালুকদার এতে উদ্ভোধক হিসেবে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণ করেন ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো: মাজহারুল ইসলাম,উত্তর লোকেরপাড়া”প্রভাতী ক্রীড়া সংঘ”মুক্ত মাঠে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মো:মিজানুর রহমান আলম ও ছাত্রদল নেতা ছাব্বির হোসেন,দক্ষিণ লোকেরপাড়া যুব সমাজের উদ্যোগে মন্ডল মোড়ে বিজয় দিবসের ক্রীড়া অনুষ্ঠানের নেতৃত্ব দেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:শরিফুল ইসলাম মন্ডল ও লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:আব্বাস আলী মন্ডল,মধ্য লোকেরপাড়া বিজয় দিবস উদযাপনে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে “সোনার তরি যুব সংঘ” এতে নেতৃত্ব দেন লোকেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মো: শহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা আনিসুর রহমান,পশ্চিম লোকেরপাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে “ছাত্র ও যুব সমাজ”পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক কর্মকর্তা মো:রাসেল তালুকদার, বিশেষ অতিথি ছিলেন,লোকেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: লুতফর রহমান তালুকদার,মন্ডল গ্রূুপের এ্যাডমিন অফিসার মো: কাউসার আহম্মেদ কায়েস,লোকেরপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: শাহাদাত হোসেন,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: কবির হোসেন আকন্দ,যুব বিষয়ক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান আরিফ,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরহাদ হোসেন,ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:আসাদুল ইসলাম আসাদ প্রমূখ।অনুষ্ঠানে বক্তরা বলেন দীর্ঘ ১৬ বছর পর প্রাণ খুলে কথা বলতে পারছি এটা ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা পলায়ন না করলে সম্ভব হতোনা।ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরা এখনো আছে এদের থেকে হুুশিয়ার থাকতে হবে।বক্তরা আরো বলেন আমাদের এখন জনগনের সাথে নির্বাচনী আচরন করতে হবে।সামনে জাতীয় নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের জন্য আগাম ভোট ও দোয়া প্রার্থনা করেন।