খুঁজুন
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আ’লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জুলাই, ২০১৮, ৯:০৯ অপরাহ্ণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে  আ’লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

 

আঃ রশিদ তালুকদার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনকে ঘিরে চলছে সরব রাজনীতি। বেশ জোরেশোরে গণসংযোগ চালাচ্ছেন সকল দলের সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, নির্বাচনী এলাকার অলিগলিতে পোষ্টার ও লিফলেট সেটে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশীরা। মাঠে ময়দানে বড় দল দুটির একাধিক মনোনয়ন প্রত্যাশীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন, বিভিন্ন সামজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, দান খয়রাত এসবের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা ও গণসংযোগ করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। বড় দুই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেও নজর দিয়েছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। চা স্টল, হোটেল রেস্তোরা, স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অনেক আলোচনা চলছে বলে জানা গেছে। কে হবেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য? জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি প্রধান এই দুই দলের মধ্যে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যাতিক্রম ঘটবে না। কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসন। বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ৪ বার এই আসনের সংসদ সদস্য হওয়ার পাশাপাশি মন্ত্রী হয়েছিলেন। তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। পবিত্র হজ্ব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর এমপি ও মন্ত্রীসহ দলের প্রেসিডিয়াম পদ এবং দল থেকে বহিষ্কিৃত হয়ে সকল পদ হারান এবং রাজনীতি থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে রেখেছেন। তার সংসদ সদস্য পদ যাওয়ার পর টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপ নির্বাচনে বিজয়ী হয়ে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ামীলীগের তরুন রাজনীতিক জনপ্রিয় নেতা হাসান ইমাম খান সোহেল হাজারী। একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের এ আসনের মনোনয়ন প্রত্যাশী বলে তিনি জানান। দলীয় কোন্দলের কারণে কালিহাতী উপজেলা আওয়ামীলীগ বর্তমানে দুইটি ধারায় বিভক্ত হয়েছে বলে জানা যায়। একটি ধারা দলের এ উপজেলা শাখার সভাপতির নেতৃত্বাধীন ও অপর ধারাটি বর্তমান সংসদ সদস্য সোহেল হাজারীর নিয়ন্ত্রিত রয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এ উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইলসাম তালুকদার ঠান্ডু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। এফবিসিসিআই এর পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের জনপ্রিয় নেতা আবু নাসের এবং টাঙ্গাইল জেলা আওয়ামীগের সহ-সভাপতি মোঃ কুদরত-ই এলাহী খান দলের মনোনয়ন প্রত্যাশী। এছাড়া মন্ত্রীত্ব হারানো আব্দুল লতিফ সিদ্দিকীর সহধর্মীনী এই আসনের সাবেক এমপি বেগম লায়লা সিদ্দিকী এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন। তিনি আওয়ামীলীগ থেকে এ আসনে মনোনয়ন চাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। টাঙ্গাইল জেলার আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে যে, আব্দুল লতিফ সিদ্দিকীকে দলে ফেরানো হতে পারে এবং তা যদি হয় তবে দলের মনোনয়ন তিনিই পাবেন- এটা প্রায় অনেকটা নিশ্চিত। টাঙ্গাইল- ৪ (কালিহাতী) এ আসনে বিএনপির উল্লেখযোগ্য মনোনয়ন প্রত্যাশী এ উপজেলা শাখার সভাপতি বিএনপির বেশি জনপ্রিয় নেতা শিল্পপতি লুৎফর রহমান মতিন এবং আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের সহধর্মীনী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাবেয়া সিরাজ মনোনয়ন চাইতে পারেন বলে জানিয়েছেন। তবে এ আসনে তাদের পুত্র অপু সিরাজেরও মনোনয়ন চাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলটির এক সূত্র থেকে জানা গেছে। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, প্রবাসী প্রকৌশলী বাদলুর রহমান বাদল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এমএমএ খালিদ হোসেন, এ উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির নেতা মোঃ শাফী খান এবং মোঃ বেনজীর আহমেদ টিটুও এ আসন থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী বলে প্রতিনিধিকে জানিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন।

ঘাটাইলে লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
   
ঘাটাইলে লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) মাদরাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো:বখতিয়ার উদ্দিন খান,গৌরীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: খাইরুজ্জামান ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার, মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ভূইয়া, সাবেক শিক্ষক মো: হযরত আলী,সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, অব: পুলিশ কর্মকর্তা মো:হারুন অর রশিদ খান, মো:ইব্রাহীম ভূইয়া,কাউসার হোসেন কায়েস,খন্দকার আব্দুল হামিদ ভাষা,হাফিজুর রহমান আরিফ, বিপ্লব প্রমূখ। এসয় ১ম,২য় ও ৩য় স্থান অধীকারীদের পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠান সসঞ্চালনা করেন অত্র মাদরাসার সহকারী শিক্ষক মো:হারুন অর রশিদ তালুকদার।

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার হেফজ সমাপ্তকারি ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভূঞাপু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: হাফিজুর রহমান শাহিন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বাদ আসর হইতে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এ এস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান। উদ্ভোধক ছিলেন অবসর প্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার ভাষা।প্রধান ওয়াজিনে কেরাম শায়খ মো: কাউসার মাহমুদ নওগাঁ। শায়খ মাওলানা আহসান হাবিব যাত্রাবাড়ী, শায়খ হাফেজ মাওলানা খাইরুল ইসলাম খতিব লোকেরপাড়া কেন্দ্রীয় জামেমসজিদ।

টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
   
টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮আগষ্ট) সকাল সারে বার টায় শহরের পৌর উদ্দ্যানে টাংগাইল জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক   বেনেজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমূখ। এছাড়া জেলার সকল উপজেলা থেকে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।