খুঁজুন
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এসি ও ফ্রিজ অবিষ্কার করলেন টাঙ্গাইলের শরীফুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০১৯, ৭:৪৯ পূর্বাহ্ণ
সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী এসি ও ফ্রিজ অবিষ্কার করলেন টাঙ্গাইলের শরীফুল

লোকাল নিউজ ডেস্ক: সবচেয়ে সাশ্রয়ী এবং সস্পূর্ণ পরিবেশ বান্ধব পিউর কুলিং টেকনোলজি (এসপিসিটি)গ্যাস বিহীন, ৯২% বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও সম্পুর্ণ দূষণ মুক্ত এসি ও ফ্রিজ সর্বপ্রথম আবিষ্কার করেছেন টাঙ্গাইলের মোঃ শরীফুল ইসলাম।

মো. শরীফুল ইসলাম (২১) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ নং বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের মোঃ ছোরত আলীর  ছেলে।শরীফুল ইসলাম করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের অনার্স গণিত বিভাগের ৪র্থ বর্ষ থেকে বার্ষিক পরীক্ষা দিয়েছেন। ২০১৬ সাল থেকে শুরু করে দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে ২০১৮ সালের মার্চের শেষে এটি সম্পূর্ণভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন।

এ উপলক্ষে শরীফের উদ্ভাবন সকলের কাছে তুলে ধরতে শনিবার (২২জুন) প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, প্রেসক্লাব মির্জাপুর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শরীফ জানান,বর্তমানে ১ টন এসি চলতে ১৫০০ থেকে ২০০০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেখানে শরীফের তৈরিকৃত শরীফ পিউর কুলিং টেকনোলজি (এসপিসিটি)/ প্রযুক্তি দ্বারা ১ টন এসি চলতে ১০০ থেকে ১২০ ওয়াট বিদ্যুৎ প্রয়োজন। যেখানে একটি এসি চালাতে ২২০ ভোল্ট প্রয়োজন সেখানে শুধুমাত্র ১২ ভোল্ট বিদ্যুতেই চলবে অর্থাৎ এই প্রযুক্তি ব্যবহারের ফলে সৌর বিদ্যুৎ দিয়ে এসি ফ্রিজ ইত্যাদি চালানো সম্ভব। এ প্রযুক্তি ব্যবহারের ফলে ক্ষতিকর সিএফসি ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। এটির দ্বারা বায়ুমন্ডলের ওজন স্তর ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং এই প্রযুক্তির ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সহজেই রোধ করা সম্ভব।

মানুষের কল্যাণে ব্যবহার উপযোগী করে বিভিন্ন নতুন উদ্ভাবন তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে শরীফ পিউর কুলিং টেকনোলজি (এসপিসিটি) এটিই শরীফের প্রথম তৈরি। পরবর্তীতে তিনি তার নতুন উদ্ভাবনের প্রযুক্তি দেশবাসীকে উপহার দিতে চান।

ঘাটাইলে লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
   
ঘাটাইলে লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) মাদরাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো:বখতিয়ার উদ্দিন খান,গৌরীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: খাইরুজ্জামান ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার, মাদরাসার সাবেক সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ভূইয়া, সাবেক শিক্ষক মো: হযরত আলী,সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, অব: পুলিশ কর্মকর্তা মো:হারুন অর রশিদ খান, মো:ইব্রাহীম ভূইয়া,কাউসার হোসেন কায়েস,খন্দকার আব্দুল হামিদ ভাষা,হাফিজুর রহমান আরিফ, বিপ্লব প্রমূখ। এসয় ১ম,২য় ও ৩য় স্থান অধীকারীদের পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠান সসঞ্চালনা করেন অত্র মাদরাসার সহকারী শিক্ষক মো:হারুন অর রশিদ তালুকদার।

ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
   
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার হেফজ সমাপ্তকারি ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভূঞাপু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: হাফিজুর রহমান শাহিন।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) বাদ আসর হইতে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন লোকেরপাড়া ও এ এস ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান। উদ্ভোধক ছিলেন অবসর প্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার ভাষা।প্রধান ওয়াজিনে কেরাম শায়খ মো: কাউসার মাহমুদ নওগাঁ। শায়খ মাওলানা আহসান হাবিব যাত্রাবাড়ী, শায়খ হাফেজ মাওলানা খাইরুল ইসলাম খতিব লোকেরপাড়া কেন্দ্রীয় জামেমসজিদ।

টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ণ
   
টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জন সম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮আগষ্ট) সকাল সারে বার টায় শহরের পৌর উদ্দ্যানে টাংগাইল জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো: সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক   বেনেজির আহমেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির প্রমূখ। এছাড়া জেলার সকল উপজেলা থেকে সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।