ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার উদ্দোগে ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার উদ্দোগে গতকাল বুধবার বন্যা দূর্গত ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার মগড়া, এলেঙ্গা পৌরসভা, কালিহাতী উপজেলার বাংড়া, সহদেবপুর, নারান্দিয়া, সল্লা, দশকিয়া, দূর্গাপুর, গোহালিয়াবাড়ী ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের দূর্গতদের মাঝে ৯০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।

এতে ছিল চাল, ডাল, আলু, চিনি, তৈল, পেঁয়াজ, লবণ, ও সেমাই। ত্রাণ বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলী তালুকদার, দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. মালেক ভূইয়া, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম আনোয়ার হোসেন, এলেঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, বিনিয়োগ ইনচার্জ মো. জাহিদুল ইসলাম প্রমূখ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারে লাল মিয়া (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published.