ভূঞাপুরে বন্যার্তদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার কুতুবপুর, বামনহাট, তেঘরী, টেপিবাড়ি, বেতুয়া, পলিশা ও মাঝিপাড়া এলাকার চার শতাধীক পরিবারে মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেণ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আ. বাছেদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম বাবলু, টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল কবীর, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, ব্যবসায়ী কাইয়ুম, আওয়ামী লীগ নেতা কাজলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন