ঘাটাইলে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান এর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমঙ্গীর খান মেনু,শামছুল হক,য্গ্মু সম্পাদক আশরাফুজ্জামান খান স্মৃতি,ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু,জেলা পরিষদের সদস্য শাহেনশাহ সিদ্দিকী মিন্টু,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ,আব্দুল রহিম মিয়া ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী, সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিদকার সভাটি পরিচালনা করেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের য্গ্মু আহবায়ক ও পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। সভায় উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত

আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published.