ভূঞাপুরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

 

লোকাল নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাচ তেরিল্লা মধ্যপাড়া সম্মন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট এর আওতায় ২০১৭-১৮ অর্থবছরে কৃষক স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুরে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জিয়াউর রহমানরে সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক মো:আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ- পরিচালক রওশন আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: হযরত আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মো: মিলন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।বসত বাড়িতে সবজি চাষ,কৃষি প্রণোদনা,উন্নত পদ্ধতিতে হাস মুরগি পালন, উন্নত পদ্ধতিতে মাছ চাষ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে।এ ছাড়া ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের আওতায় গমের ফলন পার্থক্য কমানো প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানদুটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল হাসান।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে ভূঞাপুরের কৃষক

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে  টাঙ্গাইলের ভূঞাপুরের কৃষক । …

Leave a Reply

Your email address will not be published.