লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২২ অক্টোবর রোববার রাত্রি সাড়ে ৮ টায় পৌর এলাকার বাহাদিপুর গ্রামে ক্ষতিকারক পোঁকা নিধন অভিযান চালানো হয়।সবজি ও ফসলের উৎপাদন বৃদ্বির লক্ষে ডিজিটাল পদ্দতির মাধ্যমে এ পোঁকা নিধন কর্মসূচী হাতে নেওয়া হয়। এতে ৩ টি আলোক ফাঁধ স্থাপন করে।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান,কৃষি সমাপ্রসারন কর্মকর্তা শেখ রাসেদুল হাসান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হযরত আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ। কৃষি কর্মকর্তা জিউর রহমান জানান,পার্সিং পদ্দতি অবলম্বন করে মাঝরা পোঁকা এবং ক্ষতিকারক পোঁকা নিধন করা হয় কিন্ত এই পদ্দতি ব্যবহারে কৃষক অনায়াসে পোঁকা নিধন করতে পারবে।তাই কৃষকদের সচেতনতা বৃদ্বির জন্য এই পদ্দতি ব্যবহার দেখানো হচ্ছে।
এটাও চেক করতে পারেন
শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে ভূঞাপুরের কৃষক
মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : শ্রাবণে বোরো ধান চাষে মেতে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুরের কৃষক । …