অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের কালিহাতীতে এক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার- ৩

নিজস্ব প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের কালিহাতীতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম এবং কোকডহরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন।এদের মধ্যে মঙ্গলবার দুপুরের দিকে ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারকে গ্রেফতার করা হয়। অপর দুই নেতাকে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন