ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৭ বছরে পদার্পণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা ও সাংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা ও সাংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. শফিকুল ইসলাম মুকুল, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামানিক, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক সাংবদিক ইব্রাহীম ভূইয়া, সাংবাদিক ফরমান শেখ, আনোয়ার হোসেন বকুল, তৌফিকুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, হাসান ছারোয়ার লাভলু, ফলুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন