ভুঞাপুর অব্যাহতভা‌বে তীব্র ভাঙ‌নে দুইশতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন ভাঙন‌রো‌ধে কার্যকর কোন উদ্যোগ নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুর প্রমত্তা যমুনা তার করাল গ্রা‌সে আঘাত হে‌নে‌ছে ক‌য়েকশ বছ‌রের পুরাতন জনপ‌দে। ভাঙ‌নে ইতেমধ্যে দুইশতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। স্কুল, মস‌জিদ, মাদরাসা ও ম‌ন্দিরসহ ক‌য়েক শতা‌ধিক ঘরবা‌ড়ি ভাঙন কব‌লে প‌ড়ে‌ছে। দুই সপ্তাহ ধ‌রে যমুনা নদীতে অব্যাহতভা‌বে তীব্র ভাঙন শুরু হ‌লেও ভাঙন‌রো‌ধে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করায় হতাশা প্রকাশ ক‌রে‌ছেন স্থানীয়রা। যেভা‌বে যমুনা নদীর কষ্টাপাড়া, ভালুকু‌টিয়া ও খানুরবা‌ড়িতে ভাঙন শুরু হ‌য়ে‌ছে তা‌তে সপ্তাহখা‌নেকের ম‌ধ্যে মান‌চিত্র থে‌কে‌ হা‌রি‌য়ে যেতে পারে গ্রামগু‌লো। গ্রামগু‌লো রক্ষার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা। স‌রেজ‌মি‌নে টাঙ্গাইলের ভুঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিুয়‌নের কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকু‌টিয়া এলাকায় গি‌য়ে এমন চিত্র ‌দেখা গে‌ছে। এতে স্থানীয়রা তা‌দের ঘরবা‌ড়ি ভে‌ঙে নি‌য়ে রাস্তায় মান‌বেতর জীবন যাপন কর‌ছেন।

যমুনা নদীর ভাঙনের চিত্র

থানীয়‌দের অভি‌যোগ, বিগত ২০১১ সাল থে‌কে ভাঙন শুরু হ‌লেও টাঙ্গাইলেসর পা‌নি উন্নয়ন বোর্ড তা রো‌ধে কার্যকর কোন পদ‌ক্ষেপ গ্রহণ ক‌রে‌নি। কর্মকর্তাদের গা‌ফিল‌তির কারণে দিন দিন যমুনা নদীর ভাঙ‌নে গৃহহীন হ‌য়ে নিঃস্ব হ‌চ্ছে এই অঞ্চলের মানুষ। খানুরবা‌ড়ি গ্রা‌মের ঈমান বেপারী জানান, তিন গ্রা‌মের প্রায় দেড় কি‌লো‌মিটার জু‌ড়ে তীব্র ভাঙন শুরু হ‌লেও শুধু ৭৫ মিটার এলাকায় জিও ব্যাগ ‌ফেলা হ‌চ্ছে। এতে ভাঙন‌রো‌ধে কোন কা‌জেই আসেনি। উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সবুর আলী জানান, যমুনা নদী‌তে অর্ধমাস ধ‌রে তীব্র ভাঙন শুরু হ‌য়ে‌ছে। স্থানীয় এম‌পিসহ সরকা‌রি কর্মকর্তারা ভাঙন দে‌খে গে‌ছেন কিন্তু এখন পর্যন্ত কোন উদ্যোগ নেই। তারা শুধু এসে আশ্বাস দি‌য়ে যান। টাঙ্গাইলের পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়নের তিন‌টি গ্রা‌মে ব্যাপক ভাঙন শুরু হ‌য়ে‌ছে। ভাঙনে কমপ‌ক্ষে ৫০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা‌নো দরকার। কিন্তু বড় কোন প্রকল্প অনু‌মোদন হয় না। তাই ওই এলাকায় ৭৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হ‌য়ে‌ছে। আ‌রো ৭৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা‌নোর জন্য সং‌শ্লিষ্ট দপ্ত‌রে আবেদন করা হ‌য়ে‌ছে। অনু‌মোদন হ‌লে কাজ শুরু করা হ‌বে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *