লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ভিত্তিক আন্ত:বিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল পর্বে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৩৩১ রানে বিজয়ী হয়েছে।গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ফলদা উচ্চ বিদ্যালয় বনাম ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলায় অংশ নেয়। ট্রচে জিতে ফলদা উচ্চ বিদ্যালয় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে বেটিং এ আমন্ত্রন জানায়, ভূঞাপুর পাইলট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৭১ রান করে।এতে মোহাম্মদ আলী অপরাজিত ১৯১ রান করে এবং সিমান্ত ১০৫ রান করে অপরাজিত থাকে।জবাবে ফলদা উচ্চ বিদ্যালয় ১০ ওভারে ৪০ রান কর সব কটি উইকেট হারিয়ে খেলা শেষ করে। উল্লেখ: ভূঞাপুুর পাইলট উচ্চ বিদ্যালয় গত বছর বিভাগীয় রানার্সআপ হয়েছিল।
এটাও চেক করতে পারেন
কতবার সংস্কার করার পর হস্তান্তর হবে ভূঞাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ?
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনের আগেই একবার সংস্কার করা হয়েছে।স্টেয়ামটি পুনোরায় …