নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অংঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২১ আগস্ট) দুপুরে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লিংকন রায়হান ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু বক্তব্য রাখেন।বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানি মূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। তিনি একজন সাদা মনের মানুষ। পরিছন্ন রাজনীতিবিদ অবিলম্বে তার মুক্তি চাই।