লোকাল নিউজ ডেস্ক :ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলা মারা গেছেন। মঙ্গলবার রাত দেড় টার দিকে তার মৃত্যু হয়।এস আই নীলা ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের আব্দুস সালামের মেয়ে। মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এসআই কোহিনুরের কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। ডেঙ্গু আক্রান্ত হলে কোহিনুরকে (৩৩) প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলা ও তার শিশু সন্তান
পরিবার সূত্রে জানা গেছে, কোহিনুর সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাত দেড় টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার প্রথম জানাজা রাজারবাগ পুলিশ লাইন এ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে। পুলিশের উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তার নীলার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।