নিজস্ব প্রতিবেদ ঃ অবহেলা ও অব্যবস্থাপনার কারনে টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজের উম্মুক্ত বিশ্ব বিদ্যালয় শাখার এইচ এস সি প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে পারে নি ২০ পরীক্ষার্থী। প্রোগ্রাম অনুযায়ী ১৩ এপ্রিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীরা কেন্দ্র কালিহাতী কলেজে গেলে জানতে পারে তাদের পরীক্ষা গত ৬ এপ্রিল হয়ে গিয়েছে। পরে তারা আবার লোকমান ফকির মহিলা কলেজে আসলে কলেজ কর্তৃপক্ষের কাউকে কলেজে না পেয়ে ক্ষুব্দ হয়ে উঠে। গত ৯ জানুয়ারী কলেজ নোটিশ বোর্ডে টাঙ্গানো নোটিশ অনুযায়ী জানা যায় ১৩ এপ্রিলই পরীক্ষা। কিন্তু গত ১৫ জানুয়ারী নতুন করে আর একটি সংশোধনী হয়েছে তা শিক্ষার্থীরা পায় নি। এ ব্যপারে কলেজের অধ্যক্ষ মোঃ হাসান আলী মিয়া জানান নতুন কোন সংশোধী আমরা পাইনি আর এটা আমাদের দ্বায়িত্ব না পরীক্ষা কেন্দ্রের দ্বায়িত্ব, কে পরীক্ষা দিল না দিল আমাদের কিছু করার নাই। মারিয়া আক্তার ও মালেকা জানায় এখানে আমাদের সাথে কলেজ প্রতারণা করেছে মানবিকে ভর্তি হতে চাইলেও বই দিয়েছে মানবিকের কিন্তু পরীক্ষার এডমিট কার্ড দিয়েছে ব্যবসায় শাখার। পরে পরীক্ষার্থীরা এই অব্যস্থাপনার সু বিচার চেয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করে।
এটাও চেক করতে পারেন
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোটাবিরোধীদের অবস্থান যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করছেন …