নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রাসেল (২৮) একই ওয়ার্ডের দশানি বকশিয়া গ্রামের স্বামী হত দরিদ্র মাসুদ ওরফে গুনজর আলী স্ত্রী মোছা: শিউলী (২২) কে ভিজিডি কার্ড দেওয়ার প্রলোভন দিয়ে গত ১০ জানুয়ারী গভীর রাতে ঘরে প্রবেশ করে ধর্ষন করার অভিযোগ উঠেছে। জানা যায় ১০ জানুয়ারী ইউপি সদস্য মো: রাসেল গভীর রাতে স্বামীর অনধিকারে ঘরে ঢুকে শিউলকে ধর্ষন করে। এ সময় ধর্ষিতা শিউলী ডাক-চিৎকার করলে তার শ্বশুড় মো: হুরমুজ আলী ও গ্রামবাসী ধর্ষক মো: রাসেল কে হাতে নাতে আটক করে। পরে ইউপি সদস্যের স্বজনরা বিচারের আশ্বাস দিয়ে ছড়িয়ে নেয়। গত ১১ জানুয়ারী সন্ধায় গ্রাম্য সালিশের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে ঘটনা নিষ্পত্তি করে। সালিশে ২০ হাজার টাকা জরিমানা করলের ধর্ষিতা শিউলী ঐ ২০ হাজার টাকা হাতে পায়নি। ইউপি সদস্য মো: রাসেল ধর্ষনের ঘটনাটি ধামা চাপা দেওয়ার লক্ষে কতিপয় মাতাব্বরকে উৎকসের মাধ্যমে মেনেজ করে দশানী বকশিয়া গ্রামের মো: মাতাব আলীর বাড়ীতে একটি ঘরে দরজা বন্ধ করে মো: নুরুজ্জামান ওরফে মাতাব আলী মাষ্টারের সভাপতিত্বে শালিশদার স্বপন তালুকদারের নিয়ন্ত্রণে অন্যান্য শালিশদার হচ্ছে আলমগীর তালুকদার, মনিরুজ্জামান তালুকদার মনি, গংরা ২০ হাজার টাকা রায় প্রদান করে ঘটনাটি ধামা চাপা দেয়। এতে ধর্ষিতা শিউলী তার শ্বশুড় হুরমুজ আলী ও শালিশদার আ: মান্নান তালুকদার জানান জানান, আমরা ন্যায় বিচার পাইনি। এই ঘটনায় ব্যাপক গুনজনের সৃষ্টি হয়েছে যে কোন সময় এ নেক্যকার জনক ঘটনাকে কেন্দ্র করে অপৃত্তিকর ঘটানা ঘটার আশংঙ্খা রয়েছে। এ ব্যাপারে শালিসদার স্বপন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিনিধিকে জানান সংবাদ প্রকাশ না করতে বলেন। ইউপি সদস্য মো: রাসেলকে মুঠো ফোনে পাওয়া যায়নি এছাড়াও সরেজমিনে শালিসের ঘর থেকে কথা না বলে গোপনে চলে যায়। শালিসের সভাপতি জানান, দুইটি পক্ষই আমার তাই ঘটনাটি সমাধানের চেষ্টা করেছি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া হতে পারে বলে এলাকা সূত্রে জানা গেছে। মুঠোফোনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: শরিফ হোসেন জানান বিষয়টি আমাকে সদস্য মো: রাসেল বা অন্য কেউ ঘটনাটি আমকে জানান নাই। তিনি বলেন যেহেতু ইউপি সদস্য আমার ইউনিয়নের কিছু হলে তা আমারই জবাব দিহি করতে হবে। এ জন্য সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। এদিকে এ ন্যেকার জনক ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের পার্শ্ববর্তী লোকেরপাড়া গ্রামের গণ্যমান্য ও মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির কার্যালয়ে গত ১৩ জানুয়ারী সকাল ১০.০০ ঘটিকায় আলহাজ্জ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন তালুকদার, শিক্ষক লিয়াকত আলী ভূইয়া, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার, ইমরান হোসেন তালুকদার, বোরহান উদ্দিন তালুকদার, আক্তার হোসেন তালুকদার প্রমুখ। মাদক ব্যবসায়ী, ইউপি সদস্য ধর্ষণকারী মো: রাসেলের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে শিউলীর ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও ইউপি সদস্য মো: রাসেলকে সদস্য পদ থেকে বহিষ্কার করার দাবী জানিয়েছেন।
এটাও চেক করতে পারেন
ঘাটাইলের লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসা শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া নুরানিয়া মাদরাসার নাজরানা …
একটি মন্তব্য
Pingback: ঘাটাইলে হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলমান ছেলের সাথে উধাও ভুঞাপুর লোকাল নিউজ