আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধি:
“ক্রীড়ায় শক্তি, ক্রীড়াই বল খেলার রাজা ফুটবল” এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ ৩য় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমুবাইদ, ছনখোলা ও কামারচালা একাবাসী উদ্যোগে ও ছনখোলা যমুনা শো রুমের সৌজনে এ ৩য় কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সন্ধানপুর স্কুল এন্ড ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কান্দুলিয়া একাদশ কে ৪-১ গোলে হারিয়ে টুর্ণামেন্টের ৩য় কোয়াটার ফাইনালে জয় লাভ করেন বগা একাদশ । খেলায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ খান। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ট্রাস্টেন চেয়ারম্যান ইদ্রিস আলী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা আনোয়ার হোসেন, সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাছেদ আকন্দ, সংগ্রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মিয়া, শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফজলু,সহ সভাপতি আফিজুর রহমান,আতিকুর রহমান,ক্রীড়া সম্পাদক সজিব আহম্মেদ সোহেল,প্রচার সম্পাদক আলঙ্গীর হোসেন প্রমুখ। এসময় হাজার হাজার ফুটবল প্রেমীর সমাগম ঘটে।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন,মো.বেলায়েত হোসেন,নাইচম্যান ছিলেন,আশরাফুল ইসলাম,জামাল ফকির। খেলা সঞ্জালনা করেন শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের কোষাধক্ষ্য হাফিজুর রহমান।