মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর ঃ ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগতর শিক্ষা বোর্ড জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
রবিবার ( ২৩ অক্টোবর) সকাল ১১ টায় ময়মনসিংহ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় পদ্মা অঞ্চল (ময়মনসিংহ+ঢাকা) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে বকুল অঞ্চলকে ( সিলেট+ চট্রগ্রাম) বুড়িংচর উচ্চ বিদ্যালয়কে (কুমিল্লা জেলা) পরাজিত করে জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা। এ বিজয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক.কর্মচারী, ছাত্র অভিভাবকের সাথে আনন্দ উপভোগ করছে ভূঞাপুরের সর্বত্বরের জনসাধারণের । স্বাধীনতার পর এ প্রথম কোন খেলায় স্কুল পর্যায়ে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খোলেয়ারেরা । এ বিষয়ে স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন, এ গৌরব শুধু আমাদের স্কুলের নয় । এ বিজয় ভূঞাপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা বাসীর গৌরব। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন বলেন , আমাদের স্কুলের ছেলেরা ফুটবল খেলে জাতীয়ভাবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভূঞাপুর বাসীকে যে সম্মান এনে দিল তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্কুলের ছেলেরা কতটা আনন্দ, আগ্রহ নিয়ে খেলে আজ যে অর্জন করলো সত্যি তা গর্বের। আমার স্কুলের ছেলেরা জাতীয় পর্যায় ফুটবল খেলে দেশের সম্মান বয়ে এনে বিশ্ব ধরবাওে বাংলাদেরে লাল সবুজের পতাকা পদ-পদ করে উড়বে এই প্রত্যাশা করেন তিনি। এর আগে রাজশাহী ও রংপুর উপ- অঞ্চলকে ২-০ গোলে , খুলনা অঞ্চলকে ২-০ গোলে পরাজিত করে।