আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপাল পুর- ভূঞা পুর) আসনের ২০ দলীয় জোট বি,এন,পির ধানের শীষের দলীয় মনোনয়নপত্র কিনেছেন টাঙ্গাইল জেলা বি,এন,পির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রয়ী বি,এন,পির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন।
জানা গেছে, টাঙ্গাইল-২ (গোপাল পুর- ভূঞা পুর) আসনটির তৃনমূল বিএনপির অধিকাংশ নেতা কর্মীদের বেশী জনপ্রিয় অর্জনকারী ফকির মাহাবুব আনাম স্বপন ১২ নভেম্বর বিকালে কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে ধানের শীষের দলীয় ফরম কিনেছেন। আসনটির তৃনমূল নেতা কর্মীরা ঐক্যফন্ট ও কেন্দ্রয়ীয় বিএনপির মনোনয়ন বোর্ডের বরাবর আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপনকে মনোনয়ন দিতে দাবি জানিয়েছেন।
ফকির মাহাবুব আনাম স্বপন জানান, টাঙ্গাইল-২ (গোপাল পুর- ভূঞা পুর) আসনটির অধিকাংশ মানুষ আমাকে ধানের শীষ প্রতীকে চাচ্ছেন। দল আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে মনোনিত করলে অবাধ ও সুষ্ঠ ভোট হলে আমি নিশ্চিত বিজয়ই হবো। আমার দলের মনোনয়ন বোর্ডের বরাবর দাবী জানাচ্ছি আমাকে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-২ আসনটিতে মনোনিত করতে।